এখানে সবাই চোর
ছোট বড় কত যে রুপ
ঘুনে খাওয়া সমাজ
আমি ঘৃণা করি তোমায়
এ জন্মকে হয়তো আগামীতেও
শুধুই চাই তৃপ্তির ঢুকর তুলতে
পরামাইশ্বর এর সাথে সংগোপন করিতে
পিছ পকেটের মাঝে গুঁজে দিক
এই সমাজের প্রতিটা জঞ্জাল
তবু আমি মুক্তি দেবনা তোমায়
তুমি খুনি এ লিখনির
প্রত্যেক রাতের মতই প্রভাতের রঙে
লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে সে
এই চুরে ভরা সমাজে ছুটি জানাবো
আলোর ধ্বনির শেষে রক্ত রাঙাবো