আলোহীন ল্যাম্পপোস্ট
আর অতীতের মতই দীর্ঘ রাত
আকাশের জ্যোৎস্নালোকিত মেলারশ্মি
ফিরে গেছে পুরনো ছবিতে কবি
ইট পাথরের ভিড়ে
স্বপ্নের পিছু ছুটে চলে বহুকাল ধরে
শুধুই অবাধ্য স্বাধীনতা মুখ থুবড়ে পড়ে
সত্য ভুলিতে যাদের পরিচয় হয়
জনতার জয় সে যে এক বিস্ময়
ঠিক যেন ঐ পূর্ণিমার বৃত্তের মতই
আসিবে ফিরে জানি একদিন
সবুজে মিশ্রিত লাল পতাকা এ নগরীতে
১২/১১/২০১৯ইং