ঝড় আমার প্রেমিকা ছিল কোন এক কালে
বৈশাখ এর কালো আকাশে একফালি হাসিও ছিল
প্রেম ছিল একই রাস্তা ধরে
উড়ে আসা ধূলো ঝড়ের মাজে ঢুবে গিয়ে
গর্জন আর হোংকার আমাকে কি রুখতে পারতো
কবিতা যখন তার দৃষ্টি দিতো
আমি পৃথিবীর সেরা সুন্দরী কে খুঁজে পেতাম
হাত বাড়িয়ে জানান দেয়
কিংবা, লাল চোখেও দৃষ্টি ফেলত
দেহ জুড়ে একটা কম্পন বহে যেত
পথের পথিক গুলো একই কথা শুনে শুনে
ক্লান্ত হয়ে পড়েছিল; নতুনত্ব চাইতো
ঝড়ের কবলে প্রেমিকা আমি অন্য খুঁজে পাইনা
স্রষ্টা তার খেলাই খেলে যেতে চাইছে
নতুন নিয়মে আমার প্রেম হয় না
শুধুই হয় একবিন্দু দৃষ্টি ক্ষণিকের মাজে
___ঝড়ের কবলে প্রেমিকা