দূরবীনের ফাঁকফোকরে চোখ রাখতে গিয়ে ভাঙ্গা ফ্রেমে দৃষ্টি পৌঁছে গেল
শূন্যদৃষ্টিতে চেয়েছিল
আকাশ আজ একটু বেশীই পরিষ্কার অবেলায় দেখেছি বলে
কে জানতো বের হয়ে যাবো প্রকৃতির এমন টানে শীতের আগমনী বার্তা নিয়ে
চুপসে ছিলে তুমি, কতকাল হলো
এই ইটের শহরে কি নিঃশ্বাস নিতে কষ্ট লাগেনা
আমার যে বড্ড লাগে
উন্মাদ হয়ে জেগে বসি রাত্রি গভীর হলে
প্রেমিকারা মরে না বারেবারে ভূত হয়ে জন্মায় নতুন প্রেমে
এই বুজা নিয়ে বেড়াতে কেমন জানি ভালো লাগার উদ্ভব হয়
বাতাসে শব্দ শুনে চেয়ে তাকি
এ দৃষ্টি কখনো হারিয়ে ফেলার নয়
দেয়ালের অপারে ফিরে যাওয়া ছায়া ধরে চেয়ে ফিরি
এতো নেশা জানিনা কবে শেষ ধরেছিল

০২.১১.২০১৭ইং