আমাদের চুক্তি হলো -পাহাড় নদী সব কিছু নিয়ে
খাল বিল জল সব ভাগ-বাঁটোয়ারাও হলো
গ্রামের ঘরের খড়ের চালায় বসে
সবুজ মাটিতে সবুজ ফসলের রঙে
আমি সুঘ্রাণ খুঁজিতে গিয়ে প্রায় হেরে বসেছি
স্বাধীন পতাকার মতো উড়ে বেড়াতে চেয়েছি
ঐ দূরের পাখির চোখে বারেবারে দেখেছি
একটুকরো পৃথিবীর মানচিত্রে নিজেকে
আজ বৃষ্টি থেমে গিয়ে উত্তপ্ত বালুকণা
নদীর জলে হয়না কানাকানি
দালান-কোঠা ইমারত উঠছে শুধুই
রাজ্যের আগাছা তো দূরে থাক
সবুজ গাছের পাতাও দেখিতে গেলে
কোনো এক ভোরের শেষে
কয়েক কিলো স্বপ্ন নিয়ে ছুটে যেতে হয়
সেই চিরচেনা মাটিতে