একদিন এই রাস্তায় আর পা পড়বে না
অনেক তাড়াহুড়ো করে হেঁটে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ার ভয় থাকবে না
ঠিক সন্ধ্যে নামার আগে সোডিয়াম বাতি গুলো জালিয়ে দেওয়ার তাড়া থাকবে না
সব হবে এক নিমিষে শূণ্য
ঐ আকাশের আঁধার মেখে তারা গুলো গুণতে বসা হবে না
চাঁদের সাথে মেঘের লুকোচুরি খেলা দেখবো না
ধূমকেতু তা স্বপ্নের গভীরেও হয়তো দিবে না দেখা
সব হবে এক নিমিষে শূণ্য
এ নদীর পথ ধরে সাগর কিংবা মহাসাগর এর সমে দেখার ইচ্ছে থাকবে না
থাকবে না ঐ পাহাড় চূড়ার জল গড়িয়ে আসে কোন বা গহিন থেকে
গাছ-পাখি কোন রঙে সাজে তা দেখার স্বাদ থাকবে না
সব হবে এক নিমিষে শূণ্য
১৬.০৮.২০১৮ইং