হে স্রষ্টা
আমি যখন তোমার সৃষ্টি নিয়ে চলছিলাম
তুমি আমাকে থামতে বললে
আমি শুনিনি; কিংবা বুজিনি
তবুও পা ফেলছিলাম
পৃথিবীর সুখস্পর্শ মাজে থেকে

হঠাৎ তপ্ত হলো উদ্যান
তৃষ্ণার্ত করে জাগালে
তবুও আমি উল্লাসে হেঁটে চলেছি
ফের গতিপথ রুখে দিলে
আমি আমাকেই থামতে দিলাম
পৃথিবীর আলো থেকে
এই বুজি বিদায় জানালাম

মৃত্যুপথযাত্রী শেষ ইচ্ছা ছিল
আমারও বিজয় দেখার ইচ্ছা ছিল
পুরো পথ তুমি ছায়ার মতই সাথে ছিলে
সাথে এক সম্বলও দিলে
দেখে রাখার জন্য আমাকে
সেও প্রতিটা চলনে সাহস জন্মালো

আমি মাঠির সাথে গড়াগড়ি খাচ্ছিলাম
তুমি শক্তি দিলে চলার মতো করে
তৃষ্ণা নিবারণ এর জন্য
পানি প্রবাহিত করলে
সুখের প্রতিচ্ছবি সরুপ
ইচ্ছে টাও পূর্ণতা দেখালে

আমি ধন্য হলাম
তোমার মাধুর্যময়ীর রুপে
নিজেকে জড়িয়ে ধরতে পেরে
আবার
ফিরে আসারও পূর্ণ শক্তি দিলে
তবেই বুজি আমি ফিরলাম

১৬/০৭/২০১৮ইং