ঘৃণা করিনা ঐ দেহ কে? যে দেহে খুবলে খেয়েছে
শকুনের দল- সময়ের পবিত্রতা না জেনেই
বিলিয়ে দিয়েছিলে
ভালোবাসার রঙে তৃষ্ণার্ত চোখে জল ফেলেছিলে
সে তো এক বিন্দু থেকেই প্রাণের সৃষ্ট
সমাজের লজ্জা ঢাকবে এবার কি দিয়ে?
মন ধরেছে- মন চেয়েছে-
অসমাপ্ত লিখনিতে পূর্ণ করেই বেঁচেছিলে
উপরওয়ালার হিসেব নাই জানলে
জানলে শুধু সুখের মানুষ কে
সুখি দেখতে?
যে চোখে চেয়ে থেকে তুমি বলেছিল
শুধু তোমাকে অন্য মোহ নহে
তবে ভাগ পড়ে কেন
কলঙ্কে একক দলে?
এই জগতে জানি লোকে কহে-
তোমার ন'য় তে আমি তি'ন
ন'য় তো ফুটে না সহজে লাজের কাছে
তি'ন সে যে সবই কুঁড়িয়ে নেয়
ঘুমন্ত মানুষ জাগায় অবাধে
দোষ সমাজ কেন একক মাজে?
১৫.১০.২০১৭ইং