খুনিরা প্রতিদিন পালায়
পালাতেই থাকে মৃত্যুমুখ থেকে
সকাল থেকে গভীর রজনী জুড়ে
তবে তুমি এই আমাকে চিনতে পারো'নি
খুনির চক্ষুললাটে হলেও
আমায় দেখে ঘৃণা হবে প্রচুর বেশি
এ খুনি যে প্রকৃতির দ্বায়ে ধরাশায়ী
প্রথম থেকে শেষ
মিথ্যের খুনের হাজতি

প্রারম্ভিকা তুমি কি এখনো আমায় অবিশ্বাসের জন্ম ভাবছো
এখনো জল গড়িয়ে পড়ার দ্বায় আমার উপর তুলছো
জানি তুমি ঘৃণার চক্ষু সর্পের ছোবলের মতই ফুসছে
নাও খঞ্জর বসাও রৌদ্রর উন্মুক্ত আলোকে
খুনির মুক্তি তোমার সুখের ছবি
আমি শেষ হাসিতে বাঁধিতে চাই ঐ আঁখিদুটি

০৪.১০.২০১৮ইং