ছোট খুপরির কোণে লেগে আছে রক্ত
খানিক আগেই জীবন্ত প্রাণের বুকে খঞ্জর গেড়ে দিয়েছি
এতক্ষণে হয়তো পাখিটা উড়ে চলে গেছে দূর দেশে
স্বপ্নদের মৃত্যু আর বিশ্বাসের কঠিন দাগ জুড়ে
মিথ্যের প্রতিশ্রুতি লেগে আছে
সেদিনের পর আর কেহ আমাকে ঢাকেনি
গভীর ঘুমে থেকেও নিজেই জেগে উঠি তৃষ্ণার্ত দেহে
এ পাখির স্কুল ছুটির ঘন্টা আসে না
হয়না প্রভাত রঙিন ঢানায় উড়ে কারো সঙ্গী হওয়া
প্রশ্ন জাগে সব কিছু এমন করেই বদলে যাওয়ার জন্যই জন্মেছিল বুজি
এভাবেই কেটে যাবে অনেক গুলো বছর
চিনিতে পারিনা রক্ত কিংবা ঘুম জড়ানো মানবী কে
যে চোখের মায়ায় পড়ে সব হারিয়ে দিয়েছি
তবে জানাতে পারিনি ঘৃণার জন্মে এ পৃথিবী আমাকে স্বার্থপরতা শিখিয়েছে
তাই আজ সব আঁধার মাজেই বসত করে