শুনেছি এই নদী অসংখ্য অগণিত বছর ধরে চলেছে
শীতের এই তীর্থে এসে কখনো এ ডাঙ্গায় থেমে পড়ে
বালুর চরণে গজানিয়া সুরে কেহ চার'পায়া চষিয়া বেড়ায়
আমি দেখি বড্ড লাগে এপার অপার দূরত্ব
দুটি দেশ এক নদী মধ্যখানে কাঁটাতারে বন্দী মন
তবুও আকাশের ভাগ হয় না?
হয়'না সেই চন্দ্র সূর্যের ভাগ?
মাটির ভাগ হয়
হয় সীমান্তের প্রহরীর ভাগ
জল স্থল আর মানুষের মুখের ভাষ্য রসে সব বিভাজন
মন লয়ে যতদূরে চোখ উড়ে যায় ভাবনা উদয় হয়
ফের হতো যদি সব মাটি, সব নদী আর ঐ সব মানুষ
একই স্রোতে বহিয়া যাইতো এপার অপার সমান তরে
দেখিতাম তবে তাহার সৃষ্টি
যাহা সে আপন করিয়া এ কূলে বিড়াইয়াছে
০৮.০১.২০২১ইং