বাতাসে কি এখনো গন্ধ পাও
কারো নিঃশ্বাসের, চুপিসারে কেহ শুনছে
তা কি এখনো ভাবো
অপরিচিত কোনো নাম্বার থেকে কল এলে
এখনো কি হঠাৎ জানালা খুলে
ঐ দূরে আকাশে চাঁদের নিচে
ঝাপসা আলোয় কারো ছবি ফুটে উঠে

না, জানি আজ সেই সময় নেই
অবসরে ভাবো আজ কারির স্বাদ
তাঁর কেমন লেগেছে
জিহবা জুড়ে লেপ্টে আছি কি
পূর্ণ পুরুষত্বের স্বাদ

তুমি ভেবেছ সব ভুলে গেছি আজ
গলির মোড়ে দাঁড়িয়ে আঁকছি
বহুবছর পুরনো সেই খাতায় দেখছি ছবি
এখানে ভালোবাসা কিংবা ঘৃণা খুঁজতে আসিনা
কেন জানি তখন বৃষ্টি নেমে আসে
স্মৃতিদের অনেক কিছু ভুলে যেতে নেই
ওরা ফিরে আসে ঘর ছেড়ে পালিয়ে গিয়েও

১১/০৫/২০২০ইং