এমন দিনে ধরণীর বুকে নেমে এসেছিল আলো
অনেক দিনের ইচ্ছে ছিল সে তৃপ্তির হাসি দেখিবার
সে-তো ১০মাস ১০দিন পর আগমণবার্তা দিলো
দিন গুলো কেমন করেই যেন ফুরিয়ে গেল
কবিতার মেয়েটি মা হলো...

উজবুকের খেলাঘর কত চেনাজানা গল্পে ভরপুর
প্রকৃতির প্রেমে পড়ে ছুটে চলা দিগন্তে মাড়িয়ে
শৈশব কৈশোর পেরিয়ে যাওয়া সে এক যুবক
শৈবালের পরে লোকে কথা হয় বহুরূপী
তবুও ছাড়তে পারেনি তাহার পিছু...

দেখিনি তাহারে বহু বছর পেরিয়ে গিয়েও
হয়তো সে সংসারে দেখিতে চাইনি বলে তাহাকে
যে ঘর কবিতার মেয়ের খোকনের খেলা চলে
কেমনে তাহারে রাখি সে খবর এ অবেলায় বসে
শুধু বলবো ভালো থেকো...

২৯.১২.২০২১ইং