একদিন সব রোদ পড়ে যাবে
হাতের নাগালে চলে আসবে
জানি -সেদিন শীতের উষ্ণতা খুঁজে ফিরবো
অনেক বেশিই তৃষ্ণার্ত হবো
এক পেয়ালা কিংবা তারও কমের জন্য ব্যাকুল হবো
হে পরওয়ার!
আমাকে এবং আমাদিগকে সেদিন তুমি তোমার পরসে
আলোয় আলোকিত করো রেখো

পাপের খেলায় দিবা-রজনী মগ্ন
মাঠ ফেটে হচ্ছে চৌচির দিন থেকে দিন
তবুও ঘোর ছেড়ে ফের তোমার কদমে পড়ি
তুমি দিও পথ খুলে মরূ তরে হারিয়ে গেলে
যে পথে চলে গেছে সবে সত্য ন্যায়ের পথিক

১৫.১২.২০২০ইং