এই শহর কত সহজেই তার জলে ভিজিয়ে দিয়ে গেল
এখানে পড়ে আছে শিশু
আমার অখানে ভাঙা কলম অনিয়ম মাফিক
জলে ভিজে ঘুমন্ত চোখ হাত দু'টি মেলছে না ঢানা
অস্থির হয়ে আছে কিছু ভাবনা
পাগলের কর্ম গুলো অমৃত স্বাদ
ক্ষুধার্ত চাহুনি আছে শুধুই তাদের হাত পেতে নিতে জানা নেই
এ লিখনিও অযথা পাতায় ছবি আঁকছে
নদীর স্রোতের বিপরীতে থেকে দহন দেখা যায় না যে
শুধুই হারিয়ে দেওয়া একটা ল্যাম্পপোস্ট
নতুবা ছোট্ট গল্প মাঝেই স্মৃতির জন্ম
শিশুর জন্ম কিংবা মৃত্যু এখান থেকেই শুরু
শহর ক্লান্ত হলে মেঘ আসবে অন্ধকার নীড়ে
তাহার অপেক্ষায় ভ্রান্ত পথিক
(২৬/০৫/২০১৮ইং)