এই নদীতে হাজারো বছর পরও হয়তো জল বহিবে
নর-নারী আসিবে রৌদ্রসেবন করিতে
কেহ আসিবে তখনও কাপড় কাচিতে
আমি তাহাদের দেখে ফের মুগ্ধ হবো
চোখে সেদিন বৃষ্টি আসিবে
ভালোবাসতে না পারার ব্যথায় ব্যথিত হবো
মানুষ গুলো তখনো খুঁজে ফিরবে আপন নীড়পাতা
ছুটে চলা, বহে চলা সবই হবে রঙিন প্রজাপতি
আমি কেনো অপেক্ষায় প্রহরে জেগে আছি ভাবতে পারিনা
দিনের পরে তাহার সঙে খুঁজিয়া বেড়াবো
যাহা ঘৃণার জন্মে দেখা হয়নি
হবে না আর কখনও
০৬.০১.২০১৯ইং