মেঘ এলে-
ভুলে যায় নগর
চোখে অন্ধত্ব জেগে উঠে
পাশে থাকা ছবিটাও অস্পষ্ট লাগে
নিঃশেষ হতে চলা বুড়িটা
কানের কাছে শব্দ তুলে জাগিয়ে দেয়, এই বলে
এ নগরে শুধুই স্বার্থপরতা বিলি হয়
একটু বসতে পাবার দাবী রাখতে পারিনি বলেই
হবে; নয়ত অধিকার বলেই

দু লাইনের লিরিকা খুঁজতে গিয়ে
আমি আমাকেই স্বার্থপর দেখি
পুরো কবিতা জুড়ে জাগতে গিয়ে
এক মৃত্যুপুরীতে হারিয়ে যাই

১০.০৯.২০১৭ইং