ভেবেছ কি -এই আমি কিছুই জানিনা
ভেবেছ কি -এই আমি মুক্ত পাখি চিনিনা
ঐ আকাশের সীমারেখা ভাগবাটোয়ারা নিয়ে হবে দ্বন্দ্ব
না, এমনটি কখনোই হবে না
যেখানে মনের বিজয় নেই
সেখানে দেশ, মাটি কিংবা রক্তের দাগের কোনো মূল্য নেই
আমি সেই স্বাধীনতা কখনো চাইতে পারিনা
মূল্যহীন স্বাধীনতার চেয়ে আজীবন পরাধীনতার শৃঙ্খলে থাকাই শ্রেয়
তুমি সুখি হবে এর চে'য়ে বড় স্বাধীনতার স্বাদ কি হতে পারে
পৃথিবী কে কখনো জানতে দিও না
এক পাগলের হাট কভু বসেছিল সদর দুয়ারে
যে স্বাধীন ছবি হয়ে এসেছিল আর বন্দী হয়ে ফিরে গেছে
মনের বিজয় আজ হবে
উত্সব হবে, উড়বে শঙ্খচিল আকাশে মুক্তির স্বাদে
যে স্বাধীনতা চেয়েছিলে আজ হাতে বুজিয়ে দিলাম
আর ভাবতে হবে না পিছন ফিরে
মৃতের আলয় চিরসায়িত স্বপ্নে
বৃষ্টি এলে হাতছানিতে ডাকলো না এই ঘরটি আর
সেও মুক্তি পেল তোমার মুক্তিতে
পৃথিবী মুক্তি পাবে আগন্তুক এর বিদায়ে শেষ নিঃশ্বাসে
(২৪.১০.২০১৮ইং)