তুই শুনতে পাচ্ছিস কি
সমাজ-
কান্না গুলো কিভাবে
আমার দিকে তেড়ে আসছে
তুই কার জন্মের অধিকার
সমাজ-
যেখানে দূর্বলের জন্য
কথা বলার সুযোগ নেই
নেই তার অধিকার
মোড়ল গুলো সব চরায়
বিচরণ করে সর্বস্ব জুড়ে
শেষ পর্যন্ত তুই বসাচ্ছিস থাবা
গরীবের থালায়;- কেন?

আমিতো দেখিনা কবু
তর ভুল জন্মে ব্যথিত হবার
মাশুল সরুপ নিজেকে সপে দিতে
লজ্জা করিছ না কেন তবে?

অন্ন তুলে দিতে না পারিছ
একটু বাঁচতে দেয় পূর্ণ নিঃশ্বাসে
গরীবের পাত্র কেড়ে নেয়ার আগে
তার জন্য নতুন করে ভালোবাসায়
পথ দেখিয়ে দেয় আলোর

(০৬/১০/২০১৭ইং)