দেশে বহুত চোরের প্যারা
পায়জামা থেকে শুরু করে আন্ডারওয়্যার
বাচ্চুর দোকানের দিয়াশলাই থেকে শুরু করে কাজের বুয়ার লিপিস্টিক
সব চোরের দখলে
নদীনালা খালবিল বনজঙ্গল চাষবাস জীবজন্তু সহ সব কিছু
ঘরের কর্তাও আজ চুরি করছে গিন্নির পান
কি অকাজের কাণ্ড সব হচ্ছে দিনেদিনে
আমি শালা আজকাল শুয়োরের বাচ্চা বলেই প্রশান্তি খুঁজে ফিরছি
সরকারি গুদামের চাল ডাল তেল মেরে সবে পেট ফুলিয়ে বসেছি
আর অমনি কিনা রতি রায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে উপস্থিত হতে হলো
অমনি গলগল করে খুচরো পয়সার মতো ঝনঝন শব্দে বেরিয়ে পড়লো
ঘরের খাট পালং সহ সবে নতুন কিনেছি
বাগানের কোণে গোয়াল ঘরে সবে গুদাম ভরপুর করেছি
শালার চশমার ফ্রেম বদলাতে পারিনি বলেই আজ যজ্ঞে ফুল পচে গেছে
অনাহারে অর্ধ আহারে মানুষ গুলোকে গিলছি
বাক্যের সংলাপে শুধুই স্বাধীনতার ভুলি
বড্ড টিকে গেছি এই সভ্যতার মাঝে তাবু গেড়ে
মার্কেটের তলানিতে আজ খুপরি ঘর উঠেছে
রাজ্যের মন্ত্রীজির ঘুম নেই অনেক দিন
বউ ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি গেছে তা পুরনো খবর
দিনাতিপাত করেই যাচ্ছে সময় তবুও বদনাম রাজ্য জুড়ে
গরীবের অন্ন বস্ত্র বাসস্থান এরপরেও চাই
ঘুম আজ কি করে হবে মন্ত্রীজির
তবুও খুপরি ঘরেই ঘুম দিচ্ছে স্টেশনের কুলি ফের আরামসে
কঠোর গলায় দমনের স্বরে সব চুপসে আছে
চোরের আবার অপমান কীসের?
০৯.০৫.২০২০ইং