দেয়ালে মাথা ঠেকিয়ে টুকর টুকর শব্দ উঠে
ফেটে গেলেই বুজি স্বস্তি
নিঃশ্বাস টা প্রখর হয়
রৌদ্র দু'দিন থেকে বিলুপ্ত যে
বৃষ্টি জ্বলে আলিঙ্গনে থেমে থেমে উৎলে উঠে
বা পাশের ছোট্ট ছিদ্র
ধীরে ধীরে আগুন লাগায়
আগাছা গুলো আজ বড্ড বেশী বড়সড়
ও পথে আনাগোনা আর নেই বললেই চলে
শুধু একাকী হলেই কেঁদে ফিরে
নিয়তির চরম পরিসরে
অন্ধকারে ঠোঁটে ধোঁয়া জাগে
কখনো বা সোডিয়াম এর আলোর বাঁকে
চায়ের প্রতিটা চুমুকে
এ যে মর নেশা নয়
ক্ষণিকের বন্ধুদ্বের সাথে কিছু মিশ্রণ মাত্র
রক্ত জড়ানো পৃথিবীর খেলায়
আমি হারিয়ে ফেলি পথ
এক ঠিকানায় আশ্রয় খুঁজি সাতটি বছর ধরে
আজও পথও ধরে চেয়ে থাকি
এই বুজি কেহ হাত বাড়িয়ে দিলো
কিন্তু আমি মিথ্যে আশায় রই?
(০৬.১১.২০১৬ইং)