আমি বলছি না আজ রাতে বৃষ্টি নামুক
তবে বলবো সাত বছর পূর্বে যে রাতে বৃষ্টি পড়েছিল মাঠে
তাথে আজ অন্তত বীজ আসুক
সে বীজে ফুল ফুটুক আর প্রজাপতিরা এসে সুভাষ নিক
যখন সুঘ্রাণে মাতোয়ারা হয়ে ওরা ঢানা ঝাপিয়ে বেড়াবে
আমি দু'চোখ ভরে শেষ দেখা দেখে নিবো

মাটির সাথে মিশে যাবার আগেই বৃষ্টি শুকিয়ে পড়ুক
এক হেমন্তে মেলায় দেখা পাবার তৃষ্ণা অনুর্বর ভূমিতে লুটিয়ে পড়ুক
তবু কবিতার প্রিয় লাল সাজে সাজুক
এ স্বাদ যে অনেক পুরনো ছবি ধূলিমাখা গল্পে লেগেই আছে আজ অব্দি

মনে পড়ে শৈশবে পুতুল খেলার বয়সে কিভাবে যেন শুরু
আজ কিশোর বয়সে ক্লান্তিকাল চলিতেছে
বলা হয়নি আর হবেও না
পুতুল বউ আর আসিবে না ঘরে ফিরে
হেরে যাইনি শুধুই থেমে গেছি সত্যিটা আঁকড়ে ধরে
ভালো থাকুক অবুঝের গল্পের ছন্দের নায়িকার মতই
যে বিশ্বাসে পথ চলে ছিলাম তাহার বিজয় হবে

(১০.০১.২০১৯ইং)