বাসের হাতল কিংবা সিএনজি চড়ে ছুটছি
চেনা গন্তব্য, চেনা ঠিকানা
তবুও যেন নিয়ম করেই ছুটে চলা
আমি যে ভীষণ কর্মব্যস্ত তাহার চোখে
চেনা কন্ঠস্বর, চেনা হাসিমুখ
গ্রাহকের ভীষণ চাপে যেন ভুলে পড়ি
কানের ফাঁদে চুল গুলো আটকে দেবার তাড়া
ছুটির ঘন্টা যেন হয়েও হচ্ছে না কেন জানি
কাজের ফাঁকে শব্দের খেলা গুলো জন্ম হয়
স্টপেজের বাসের পু-পু শব্দে ভাবিয়ে তুলে
মঙ্গলবার কি সত্যই আজ
সে যে আছে ঐ দৃষ্টিতে হারানোর অপেক্ষায়
সেই সকাল থেকে রাত্রি নেমেছে যে রোজ
তবুও সময়ের কাঁটায় চারটা পেরিয়ে যে যায়
কখন জানি গল্পের মতোই বেরিয়ে পড়ি
এক বালিকা মনের কোণে রেখেছে আমায়
তাহার আলিঙ্গনে আবদ্ধ হয়ে আছি
ঠিক সন্ধ্যে নামার আগেই ফিরতে যে চাই