মানুষ টি আবার বাঁচতে চেয়েছিল
প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিতে চেয়েছিল
হয়তো সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে?

প্রশ্ন ছিলনা জানা
উত্তরও ছিলনা জানা
শুধু কালের প্রয়োজনে প্রশ্ন জাগালো মনে
উত্তরও খুঁজলো
চাহিদার বিপরীতে অনেক বেশীই পেল
এই বুঝি সে আবার ভুল করলো?
মানুষ টি সত্যি আবার নষ্ট হলো?

কোন দোষারোপ করা দ্ধায়
পাওনা ছিলনা এমন কিন্তু নয়
বাঁচার জন্য দু'টি রুটিই চেয়েছিল
বিনিময়ে সে খুরমা-পোলাও পেয়েছিল
আবার সে লোভের সাগরে ঢুব দিলো?

১৯.০১.২০১৭ইং