একই ছবি ধরে চেয়ে থেকে থেকে
সময় টা গড়িয়ে যায়
ধীরে ধীরে ঝাপসা হয়ে উঠে আশপাশ
নিরবে বহে যায় নদী
কখনো বা অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে আসে
চেনা মুখোশ অনেক অচেনাই লাগে তখন
দু চার দিন করে করেই
রক্ত পানি এক হয়ে যায়
আলাদা করার আর সুযোগ কোথায়
বছর গড়িয়ে কোন এক শৈশব স্বরণে
খালি পায়ে ফের ছুটি
নতুন করে বেঁচে থাকা বলেই হবে
___চেনা মুখোশ