আমাকে বলা হয়েছিল -ঘৃণায় এ ঘর পরিপূর্ণ হবে
সেই সংসার অনেক বেশি না পাওয়া হবে
তুমি যে দরজার অপাশের মানুষের কখনোই খামখেয়ালি হবে না
তবে মানুষ টি হবে চিরচেনা?
কিন্তু আজ যে যুদ্ধ হচ্ছে সেখানে চারটা হাত এক হয়ে প্রতিউত্তর দিবে
বিশ্বাস শব্দটা অনেক বড় ছিল
আমি ছিলাম কবে তার হিসেব কষেই দিন চলে যায়
তবে যে ছিল সর্বস্ব জুড়ে সে আজ কোথায়?
কেনই বা দূরে দূরে লোকায়?
সেই প্রশ্নবাণে আমি বিধ্বস্ত হই
অবাক হবার কথা যেখানে তা নয় যে হবার
তবে লড়াইটা চালিয়ে যেতে আর পারবে কি একা একাই নিজের সাথে
জানতে ইচ্ছে হয়
০১.১১.২০১৮ইং