'৫২ তে আমার বুকে গুলি করে রক্তাক্ত করেছিল
তখন জেগে উঠেছিলাম বারুদের মতো
'১৮ তে এশে হাতুড়ি, রামদা আর বাঁশ হাতে
আমার পঙ্গুত্ব আর জেল-জুলুম উপহার দিলি
কি ভেবেচিস? এই অল্পতেই শেষ হবে গল্প?
না, আগ্নেয়গিরি এবার বিস্ফারণ ঘটাবে
জ্বলে উঠবে এ সমাজ পুরনো অভ্যাসে
তুরা একটি পা ভাঙ্গা দিয়েছিস
কিন্তু তুরা আমার মুখ
ঐ কলমের লিখনি আঙুল ভেঙ্গে দিতে পারিছ নি
আজ দেখ হাজারো পা এগিয়ে এশেছে
গর্জে উঠেছে স্লোগানে স্লোগানে
সত্যের লড়াইয়ে আর কত সূর্য বলি দিবি; বল

(০৮.০৭.২০১৮ইং)