সেদিন খুব ভোরে নাটক টি মঞ্চস্থ হলো
বিকেল আলো পড়ার আগেই হলো লোক সমাগম
চারদিকের বন্ধি দেয়ালের মধ্যে পড়ে আছি
আমি; সাড়া শব্দহীন ভাবে ঘুমিয়ে

জীবনে তেলাপোকা পিষে ফেলতে গিয়েও
ভয়ে কুঁকড়ে উঠতাম
সেখানে বুকের পাশটা ছিদ্র হয়ে বুলেট টি বেড়িয়ে গেছে
স্বপ্নের মৃত্যু অনেক দিন পর

পরিচয় দিতে গিয়ে পিতার দেওয়া নামটিও
বদলে গেছে এই সময়ে এশে
প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি হয়ত ছিলই না
এই নাম কাউকে না বললে কখনো কভু
তবুও বাতাসে গন্ধ ছড়ানোর মতই
সবার সদর দরজায় পৌঁছে গেল

১১.০৬.২০১৮ইং