বালিকা
তুমি কি নীল সাদা শাড়ি পড়তে পারো?
এলো চুলে কপালে ছোট্ট কালো টিপে সজ্জিত হও?
অবেলায় গুণগুণিয়ে কবিতা সাজাও নিজের তরে?
আকাশ মেঘে ঢেকে গেলে চায়ের প্রতিটা চুমুকে হারাও?
খুব ভয় পেলে কোলবালিশ আঁকড়ে ধরে থাকো?
জানাও নি তুমি আমায় ছেঁড়া খামে করে, শুধুই বলেছ
"আমি ভালো আছি তুমিও ভালো থেকো"
আজ বুজি সত্যি ভালো আছো?
১২.০১.২০১৭ইং