জাতিতে
  তোমাতে
     বহুরূপ
দিয়াছো যে ঠাই
আমি সাম্যের গাহি গান
লতায় পাতায় জড়িয়ে আছে কুটিরে স্বপ্ন
এখানে অখানে ছড়িয়ে আছে কত না আলিঙ্গন
দু'টো পাতা একই নীড়ে এই বাংলা
তোমাতে
    রুপে
হই যে দেওয়ানা
আমি মুগ্ধ তর প্রেমেতে
এই মাঠির মাজেই খুঁজে পাই যে প্রাণ
আঁকাবাঁকা, কত যে শাখা প্রশাখা
ছাদের নীচে কয়েক শতক জুড়ে কুঁড়ে ঘর
আমিতে তুমিতে হয় যে স্বজন
সবুজে সবুজে হলো মিলন

___আমি মুগ্ধ