আমাকে প্রতিনিয়ত কুঁড়ে খাচ্ছিল আমি আমাকে ভুলতে না পারার ফলে
খুব খিধে পায়, একটা সময় ঘুম এশে আশ্রয় খুঁজে
আমি তাদের নিভৃতে আলিঙ্গন করি
তবু আমাকে সে ভুলে যেতে দেয় না কেন জানি
কারণ গুলো জানার ইচ্ছে ছিল খুব বেশী; সত্য কিংবা মিথ্যা হোক
এই লিখা গুলো যখন লিখছি তখন আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল
সারিবদ্ধ দাঁড়ানো গাছ গুলোও মাঠিতে মাথা নুইয়ে দিচ্ছিল অথৈ বাতাসের বেগ সহ্য করতে না পেরে
কিন্তু আমি আমাকে ভুলতে না পারায় দঁড়ি শূন্য এশে গলায় বেঁধে যাচ্ছিল
আমার নিশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে
আমি মরেও মরতে পারছি না যে
অস্ফুট স্বরে মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল...উফঃ
তখনও আমি আমাকে ছেঁড়ে যেতে পারিনি
আর এই ব্যথায় আমাকে কুঁড়ে খাচ্ছিল আজ অব্ধি
রোদ যখন মাথার ঠিক উপরে এশে পড়ছিল
আমার চোখ কিছু সুখ খুঁজছিল
কাব্য, কবিতা কিংবা প্রেম
০৫.০২.২০১৭ইং