আমাকে কখনো বলো না -এই রাত, দিন, সন্ধ্যের শেষ আলো ঘৃণা করেছে
পৃথিবী কে অনেক চেনার ছিল
তারচেয়েও বেশি চেনার ছিলো নিজেকে
বিশ্বাস ছোট একটা গল্পের পাতা কখন জানি এশে বাতাসের সাথে মিশে যায়
তা পারিনি হতে দিতে
রোদের শিশির আর প্রথম স্পর্শ খুঁজে খুঁজে আজ পথ খুইয়েছি
জগতের নামে মানুষের ভালোবাসা কুড়িয়ে ঘরের কোণের দেয়ালে লাগিয়ে দিয়েছি
কখনো সাক্ষরিত হয়ে থাকবো না পণ করেছি
তাই বলছি উহারা আমাকে ঘৃণা করতে পারে না
ক্ষতিপূরণ চাইছি না
বলছি না তাহাদের হাতে অন্য শিকল
তবে বলবো -হিসেবের খাতা না হয় মিলিয়ে নিও
এমন বিশ্বাসে আর কোন কমতি হবে না
০৬.১২.২০১৮ইং