আকাশ-নক্ষত্রের ক্ষয় হতে চলেছে
ক্ষয় হয়ে গেছে আঁধারের যাত্রীদের চলাফেরা
দূরন্ত নগরের ইঁটের দেয়াল ভেঙে যায়
উন্মুক্ত চরণে হেঁটে ফেরে দেখাও হয়নি বহুদিন
ঘড়ির কাঁটার শব্দ হিসহিসিয়ে তেড়ে যাচ্ছে
পথিকের খুঁজে বেওয়ারিশ এর ডাক শুনিনা
লিখছি অজস্র রাতের পিনপতন নীরবতা নিয়ে
অষ্টাদশী সময়ে যে স্বাদ জাগ্রত হতে দেখিতাম
আজ এ কোঠায় এসেও তাও বলতে গিয়ে
হাসির খোরাক জোগায়
তবু যাচ্ছে সময় ভুলভাঙা কত কথা ভেবে
ফের জানি দেখা হবে না পুরনো স্মৃতি খুঁড়ে
প্রচ্ছদের প্রিয়মুখ সব বদলে গেছে
নীলরঙা ব্যথা গুলোও এখন জাগে না
জানবো সব ভালো আছে
দিনের শেষে কবিতার মেয়েটি খোকন নিয়ে
০৪/১১/২০২০ইং