আমার শুধু শুরুর আগেই
শ্যাষ হয়ে যায়
সেই যেদিন জন্মেছি তখন থেকেই
হামাগুড়ি শিখেছি তখন থেকেই
শৈশব শ্যাষ না হতেই কৈশোর এলো
দেখতে দেখতে যৌবনও শ্যাষ!
সেদিন প্রিয়ার ভেতরে প্রবেশ
করে বুঝলাম মিলন শ্যাষ।
ঘুমানোর আগেই রাত্রি শ্যাষ
জেগে উঠেলেই সকাল শ্যাষ
আমার কেবল শ্যাষ হয়ে যায়
শুরুর আগেই; সর্বদা সবসময়।