একটি নিরাপদ রাতের পর যেভাবে গোলাপের পাপড়ি ঝরে পড়ে
ব্যথায় কচলে ওঠে ষোড়শীর কুমারী শরীর
ঠিক যেভাবে একটি তারা টিপটিপ করে জ্বলতে জ্বলতে নিভে যায়;
যেভাবে আনকোরা প্রেমিকের অপেক্ষা আচমকাই উপেক্ষায় রূপান্তরিত হয়
যেভাবে কেটে যায় কতেক স্বল্প মেয়াদি চুক্তি
বেড়ে যায় ব্যথা, শরীর কিংবা পরস্পরের ঋণ!
যেভাবে সমুদ্রের মতো চোখ ভয় পেতে পেতে
শুকিয়ে যায় কাকের ঠোকরে
সেভাবেই গিলে ফেলে আমাদের বিশ্বাস;
অবিশ্বাসের দাবানলে ছাঁই হতে হতে টিকে থাকাটুকু।