ছোট্ট খোকা বড় হয়ে
শুনবে যখন কাল
জুলাই মাসের রক্তে ভেজা
আকাশ ছিল লাল

মা হারাল দুধের শিশু
বোন হারাল ভাই
এমন নিঠুর হিংস্র খুনি
দুনিয়াতে আর নাই

শুনবে আরও দাদুর মুখে
ছেলে হারানো ব্যথা
পিতৃহারা ছোট্ট খোকার
অশ্রু ঝরবে যেথা


শুনবে আরও দেশের পুলিশ
পাক সেনাদের মতো
রাস্তা-ঘাটে হত্যা করে
মানুষ শত শত

আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম
নাম না জানা আরও
প্রাণ নিয়েছে কী ভুল ছিল
জানতো না যে; তারও

খুনের এমন তথ্যে খোকা
বদ্ধপরিকর
এই দেশেতে চায় না সে আর
স্বৈরাচারীর ঘর।