যে যোদ্ধা প্রথম অস্ত্র ধরেছিল
পৃথিবী তাকে ভুলে গেছে
যে কণ্ঠ প্রথম গেয়েছিল মানবতার গান
পৃথিবী তাকে ভুলে গেছে
যে কবি প্রথম কবিতা লিখেছে
পৃথিবী তাকে মনে রাখেনি;
তুমি ভুলে যেওনা তাকে, যে পুরুষ
প্রথমবারের মতো তোমার হাত ধরেছিল
তুমি ভুলে যেওনা সেই স্পর্শ
যা তোমাকে নতুন দুনিয়ার সাথে পরিচয় ঘটিয়েছে
তুমি ভুলে যেওনা প্রথম চুম্বনের কথা
তুমি ভুলে যেওনা প্রথম রাগমোচনের কথা
তুমি সেই প্রেমিককে ভোলো না;
যার স্পর্শে তুমি নিজেকে ভুলে যেতে
তাকে ভোলো না; যে পুরুষ সমস্ত দ্বিধা ভুলে—
তোমার কাঞ্চনজঙ্ঘায় জিব ঢুকিয়ে ছিলো।
কেবল একটি মাত্র ভালোবাসার মূহুর্ত নিয়ে—
পৃথিবীকে বিদায় বলা যায়; এই বিশ্বাসে কাছে এসেছিল
কেন ভুলে যাবে? স্বার্থপর শহরে যে হাত একটি বারের জন্যেও ভরসা দেয়, তাকে ভুলে যেতে হয় না।
একটি প্রেমের মূহুর্তের জন্য কতজন বৈরাগ্য নিছে তার খোঁজ নিয়ে দেখো; নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হবে।