তোমার কাছে আমার এ ঋণ শোধ হবে না
প্রথম প্রেমের প্রথম চুম্বন কে ভুলে যায়
কে ভুলে যায় কাঁপা হাতে ডালিম ধরার সেই স্মৃতিটুক
তোমার কাছে আমার এ ঋণ শোধ হবে না
শোধ হবে না কুসুম গরম মুখের ভেতর
চপাৎ করে জিভ ঢুকিয়ে পাশাখেলা
শোধ হবে না লোমশ বুকের টুংটুংটুং বাজনা বাজা
তোমার কাছে আমার এ ঋণ শোধ হবে না
শোধ হবে না ভোর সকালের জড়িয়ে ধরা
শোধ হবে না অশ্রুচোখের আরজগুলি
শোধ হবে না তোমার আমার প্রেমের দেনা
কেউ কী পারে এমন দেনা শোধ করিবার!