মায়াবতী
মানটা ভোলে শোনো
দিব্যি প্রেমের
চাই না বেশি কোনো।
কেমন আছো
নাই-বা বলো রোজ
মন খারাপের
দিও একটু খোঁজ।
সময় আমার
নেই যে হাতে খুব
যখনতখন
সূর্য হবে পূব।
অভিযোগের
খামটা ছিঁড়ে ফেলো
দেখবে সেথা
হাজারটা ফুল ছিলো।
ঘামের নদে
সাঁতার কাটার লোভে
এতোটা কাল
কেউ থাকে না ডুবে।
চোখের কোণে
জল রেখো না আর
প্রনয়ী তোমার
খুলো প্রনয় দ্বার।