জুলাইয়ের আগুনে ঝলসে ওঠা একখণ্ড দুপুর
রক্তজবার মতো লাল হয়ে ওঠা স্লোগান
পিচঢালা রাস্তার অজস্র পদচিহ্ন
বাতাসে ভেসে বেড়ানো বিদ্রোহের গান
অজস্র পুরুষের এগিয়ে চলা
মুঠো ভরা স্বপ্ন আর হৃদয়ে দাবানল
চোখে বিদ্রোহের ভাষা, ঠোঁটে প্রত্যয়ের প্রতিশ্রুতি
তারা জানত—এই পথেই হাঁটতে হবে পথ
তারা কারা?
যারা ভাঙল শিকল
যারা বুকে আগুন নিয়ে অন্ধকার ছিন্ন করল
যারা জীবনের বীজ বুনে দিলো মৃত মাটিতে
যারা নাম লেখালো ইতিহাসের পাতায়
তারা অভয়—
যতবার বন্দুকের নল তাক করে এগিয়ে আসলো স্বৈরাচার
ততবারই তাদের জন্ম হলো
তারা জানত—রক্তের নদীতে সাঁতরে আসে স্বাধীনতা
তারা অস্তিত্বের লড়াইয়ে ঝাপিয়ে পড়া পুরুষ
জুলাইয়ের আকাশ সাক্ষী
যে পুরুষ বুকে নিয়েছিলো প্রতিরোধের ব্রত
যে পুরুষ স্বপ্ন দেখেছিলো সোনালী ভোরের
সে হারিয়ে যাবে না কোনো কালেই
সে থেকে যাবে আমাদের চেতনায়
তার দেখানো পথেই আসবে নতুন দিনের নতুন সংগ্রাম।