আমি মানুষের মতো বাঁচব বলে
একটা জীবন পার করে দিই শকুন হয়ে
একটা জীবন পার করে দিই ভ্রুণের মতো
আমি মানুষের মতো বাঁচব বলে…
আমি একটা জীবন মাছের মতো
সাঁতরে বেড়াই, পালিয়ে থাকি
একটা জীবন কুমির হয়ে শিকার খুঁজি।
আমি মানুষের মতো বাঁচব বলে
একটা জীবন পার করে দিই;
একটা জীবন পার হয়ে যায় গাধার মতো
মুলার খোঁজে, ঘোলা জলে—
একটা জীবন যথেষ্ট কী মানুষ হবার!