তোমাদের যা বলার ছিলো
বলছে কি তা বাংলাদেশ?
তোমাদের যা স্বপ্ন ছিলো
পুড়েই কি তা হইল শেষ!

তোমাদের দেখা সূর্যটা কি
নতুন দিনের আনল ভোর?
রাত পোহালে পাখির সাথে
মা-মাসিরা খুলছে দোর!

তোমাদের হাঁটা পথের পথিক
আজকে কি আর হচ্ছে কেউ?
প্রতিবাদের শব্দ-স্রোতে—
রাজপথে ফের উঠছে ঢেউ।