আমি মূলত মানুষ নয়
যখনতখন মানুষগুলির
পিছন মেরে পালিয়ে বাঁচি,
আমি মূলত সুখে কাতর
কষ্ট পেলে লাফিয়ে নাচি
আমি মূলত মানুষ নয়
সবার মতো রাগ আসে না
কঠোর কিংবা তিরস্কারে,
আমি মূলত ইচ্ছে স্বাধীন
ডরি না স্বীয় খোদ খোদা'রে
আমি মূলত মানুষ নয়
মানুষ হলে চতুর হতাম
আসন্ন সব বিপদ থেকে
এক তুড়িতে উৎরে যেতাম।