এই রাতে পাপ হতে
ক্ষমা পাবে যারা
আমায় সাথি করে
নেয় যেন তারা।

মোনাজাতে চোখদুটো
ভিজে পরিতাপে
ক্ষমা করো দয়াময়
আছি ডুবে পাপে।

মানিনি বাঁধা কোনো
হেঁটেছি কু'পথে
এই রাতে ভিখামাঙি
চালিয়ো সু'পথে।