তোমাকে ভালোবেসে সঁপেছি জীবন
ও সোনা– দিও না আঘাত মোরে
                এ মিনতি করজোড়ে
তুমিবিনে দূরে গেলে; আসিবে মরণ!