আজকাল তোমাকে এমন কিছু অপ্রয়োজনীয় শব্দ মনে হয়
যাদের আমার কবিতায় প্রয়োজন নেই;
অথচ দখলদারিত্বে রাখে কবিতার বুক
যাদের অনুচ্চারিত থাকার কথা থাকলেও উচ্চারিত হয়।
আজকাল তোমাকে এমন কিছু উপস্থিত বস্তু মনে হয়
ধুধু প্রান্তরে একটি সজীব গাছ আছে;
যার থাকা স্বাভাবিক নয়
তুমি ছায়ার মতো আছো—
অথচ যার থাকায় আমার চলাচলে কোনো দ্বৈততা নেই!