বসন্তদূতের কুহুতান থেমে যাবে,
প্রকৃতিও সাজবেনা-
বাহারি রঙ ও ফুলের সয়লাবে।
কতো ভোরের স্বপ্নগুলোর অকাল মৃত্যুতে-
দূর্বাদল ও চুমো সাজাবেনা শিশিরে!
বিকালের মায়াবী পাখি-
কোনো এক পড়ন্ত বিকালে ক্লান্ত হয়ে রবে,
কিচিরমিচির আর সুরহীনে।
জানো,
সে ক্ষণের স্মৃতি অমলিন-
হঠাৎ করে ভালোবাসা বলে ফেলা,
আজো ঘোরের মাঝে আছি।
অজস্রতা ও নতুনের গল্প বাঁধা হয়নি-
হারিয়ে ফেলেছি,সেই কতো আগে,
তুমিও তা জানো!
শুন,
তোমাকেই বলা কথা গুলো মুছে ফেলোনা,
বেঁচে থাক না আরো কিছু দিন।
এই দিনক্ষণে-
না,বলা কথা গুলো জমে থাক-
বিদায় ক্ষণে বলার অবকাশ পাবো।
খুব ভালো থেকো,
মানুষের মাঝে।
যখন চলে যাবে,
একটিবার স্মরণ করিও-
না ভুলার অজুহাতে!!