জীবন যুদ্ধে পরাজিত সৈনিক আমি,
সংসার থেকে বছর দুই বিতাড়িত-
কেউ খোজ নেয়নি,আমিও ভুলে বসেছি,
মা,বাবা মরলো সেতো বহুবছর আগে,
বাকিসব স্বার্থের কাঙ্গাল!
বিয়ের বয়স পার করে এসেছি,
বাবা,মা থাকলে না হয় মেয়ে দেখা হতো-
বাকিদের কি আসে,বেকারের বিয়ে কেন?
স্রষ্টার বিধানে অতি সহজে পরিণয় করা শ্রেয়,
কিন্তু সমাজে অর্থের জয়জয়কার,
বারো শত মানুষ ভোজন,হাজার লক্ষ দেনমোহর-
সাথে চাই নামজাদা পরিবার,লাখ টাকার বেতন!
দুই পক্ষ বেঁকে বসে,
আমার এবার মত নেই-
ডিগ্রীর বস্তা নিয়ে হাটা চলা ভারি,
দু'পয়সার মূল্য নেই,মিলেনা ঝাল মুড়ি!
আবার বিয়ে কেন?
বাড়ি নেই,চুলো নেই,সংসারে ঠাঁই নেই-
দরবারে দরবারে ঘুরে কত শত জীবনবৃত্তান্ত ফেলে আসা-
লাভ নেই,ডাক নেই!
এবারে চাকুরী পাবে সৎ মামার আদরের শালা-
তুমি মশায় অন্যত্র যাও-
হুম,
চলে এসেছি বহুদূরে,আত্মীয় পরিজন ছেঁড়ে-
ভবঘুরে!
ঠিকানাহীন নগরীতে জাত-পাতহীন আমি মানুষ,
আমি ভবঘুরে।
ডিগ্রীর বস্তা ফেলে দিয়েছি-
এখন অক্ষরজ্ঞানহীন উন্মাদ!
পথে পথে ঘুরে,যায় দিন ভালো,
তবে মানুষের দরবারে আর না-
বনে বনে ঘুরে পাতা খাবো,
চারপাশের সহস্র পদের আহার।
তবুও আর মানুষ হবো না-
এই রবো ভবঘুরে!