আজ কবিতাপাঠের আসরে তোমার বন্দনায়,
শতেক পাণ্ডুলিপি আর নানা ছন্দের উপমা,
কবিদের নিমন্ত্রণ,
এই আসরে তোমার জন্য আমার ক্ষুদ্র চেষ্টা,
আজ,
সুরূপার জন্য একটা কবিতা নিবেদন।
সকল কবিদের মুগ্ধনয়ন আমার লজ্জিত বদনে,
আমার কবিতায় প্রেম নিবেদন আর সুরূপার জন্য আকুতি,
সুচারু মুখশ্রী হয়ে উঠে প্রতিটা শব্দের আবরণ,
সুরূপা,
কলমের অগ্রভাগের প্রতিবাদে আমি কবি হয়ে উঠি,
তোমার জন্য বুনেছি মন ভালো করা গল্প-
কবিতায় শব্দের শৈল্পিক ভূষণে।
সুরূপা,
যদি কখনো বহুদূর হারানোর বাহানা করো,
আমায় ছায়া সঙ্গী পাবে-খুব কাছে,
কবিতার খাতায় যত্নে লালিত কবিতা-কবিতার পাঠের আসরে,
তোমার জন্য সব কবিদের সাক্ষী মেনে,
কতক শব্দের কবিতা নিবেদন।
প্রিয় সুরূপা,
কবিতায় ভালোবাসা আনে,
তোমার বেণি করা চুলে ফুলের সমাবেশ,
কবিতায় কথারা অবাধ্য-
স্বপন ঘোরে চোখে প্রেম জাগে,
তাই,যখনি তোমার কথা হৃদয়ে আসে,
তখনি-
কবিতারে ভালোবাসি,প্রেম জাগে হৃদয়ে।
আজ কবিতার পাঠের আয়োজন বসেছে,
তোমার বন্দনায়,
হৃদয়ে প্রেম আনুক-
সুরূপা।