সুরূপার মন খারাপের দিনে,
নিজের অজান্তেই বেদনাবোধ করি-
শক্তিধর দেহটা অহেতুক অসাড় হয়ে যায়,
চেনাজানা রাস্তা বন্ধুর মনে হয়।
সুরূপার ভালো দিন গুলোতে-
কবিতার খাতায় শরত আয়োজন,
নীল আকাশের বিশাল বুকে কথা জমে-
চারদিকে শত কুজনে তোমার অনুভূতি।
আজ,
সুরূপাকে বড্ড মনে পড়ছে,
শরতের নীল আকাশের মেঘেদের বিচরণে,
শুভ্র কাশের মনোহর সৃজনে।
সুরূপার জন্য শরত নিবেদন,
এক গুচ্ছ কাশের মোলায়েম স্পর্শে-
বিমোহিত হয়ে যাক সুরূপা।
বয়সটা স্থির নেই,
কয়দিন আর রবো পৃথিবীতে বিরাজমান?
শরতের কত পালাবদল হবে-
কতক কাশের বনেতে স্মৃতিচিহ্ন পড়বে মানুষের।
আচ্ছা সুরূপা,
যদি কাশের বিলীনে উদাস হয়ে যাই,
তবে কি?
আমার দেওয়া শুকনো কাশ ফুল গুলোতে স্মৃতিরোমন্থন করবে?
যদি করো-
যতকাল রবো বেঁচে শরতের আগমনে,
তোমার জন্য শত যত্নে রাখবো-
এক গুচ্ছ কাশফুল।